,

বানিয়াচংয়ে দোকানে আগুন ও পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষের ক্ষতিসাধনের অভিযোগ

আনোয়ার হোসেন ॥ বানিয়াচংয়ে দোকানে আগুন ও পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের মিনাট গ্রামে। গতকাল শনিবার লিখিত অভিযোগ পাওয়ার পর বানিয়াচং থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল কাইয়ূম ও এস.আই আব্দুস সালাম সরেজমিন তদন্ত করেছেন। অভিযোগে প্রকাশ, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাতে মিনাট গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে আজিজুর রহমানের বাড়ীর সামনের দোকান ঘরের টিনের বেড়া কেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় একই গ্রামের মৃত আবাছ উল্লার ছেলে আব্দুল বারিক ও ইসলাম উদ্দিন, মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ তৌহিদ মিয়া, মখলিছ মিয়ার ছেলে মামদ ও ইসলাম উদ্দিনের ছেলে জহুর হোসেন। এতে দোকানের মালামাল পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিসংযোগ করে চলে যাওয়ার পর তারা সামান্য দূরবর্তী দুইটি পুকুরে বিষও ঢেলে দেয়। পুকুরে বিষ দেয়ায় আরও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজিজুর রহমান জানান। এ ব্যাপারে আজিজুর রহমান বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর