,

হবিগঞ্জে জমে উঠেছে গরুর বাজার

ভারতীয় গরু না থাকায় দেশীয় গরুর চাহিদা ব্যাপক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরতলীর পইলে গরুর বাজার জমে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখনও পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে দাম রয়েছে চড়া। এদিকে, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী থাকায় বাজারে গরু বেশী থাকলেও ক্রেতার ক্রয় না করে দাম দর করে চলে যাচ্ছেন। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর বাজার জমে উঠবে। গতকাল সোমবার বিকেল পইল নতুন বাজার মাঠে সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সারি সারি গরু সাজিয়ে রেখেছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে ভয় পাচ্ছেন। সোমবার ছাড়াও ঈদ উপলক্ষে বৃহস্পতিবার ও শনিবার গরুর হাট বসছে। বিক্রেতারা লাল কালো সাদাসহ বিভিন্ন ধরণের ছোট বড় গরু তুলেছেন। আব্দুর রহিম ও শায়েল নামে এক ক্রেতা জানান, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তা কিনেও নিতে পারি। ছালামত উল্লাহ নামে এক গরু বিক্রেতা জানান, এখনও বাজারে গরু বেচা কিনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর