,

নবীগঞ্জে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

 

স্টাফ রিপোর্টার ॥ সমাজের সকল শ্রেনীর লোকজন সচেতন হলে এ দেশের ইতিহাস সব কিছু জানতে পারবে এবং বাংলাদেশের ইতিহাস সকলের জানা প্রয়োজন। বিশেষ করে জাতীয় শোক দিবসের বিস্তারিত ইতিহাস নতুন
প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এ কথাগুলো বলেন বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, তিনি গতকাল বুধবার দুপুরে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে এবং আবু সালেহ মোঃ মোস্তাকিম বিল্লার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য দ্বিজেন্দ্র রায় মহাদেব, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য দ্বিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, মোঃ আব্দুল তাজ মোছাঃ সালেহা বেগম, মোঃ আজগর আলী, মোছাঃ আছমা খাতুন, সীমা রাণী ভট্রাচার্য্য, মোঃ মিজানুর রহমান, দিলীপ চন্দ্র সরকার, নারায়ন চন্দ্র দাশ, অফিস সহকারী বিদ্যুৎ চন্দ্র রায় প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে চৌধুরী বাজার জামে মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন মিয়া, সাধারণ সম্পাদক দ্বিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু প্রমূখ।


     এই বিভাগের আরো খবর