,

জেলা জজশীপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আইনজীবি সমিতির উদ্যোগে হবিগঞ্জে শোক র‌্যালী ও আলোচনা সভা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘আমার সোনার বাংলা-আমি তোমায় ভালবাসি, ভালবাসি তোমায় বঙ্গবন্ধু, ভালবাসি তোমায় হে মহান বাংলার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান’ বিচার বিভাগের বিচারপতিগণ, জেলা-পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবি সমিতির সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের পৃথক পৃথক আয়োজনে হাজারও মানুষের কন্ঠে কণ্ঠ মিলিয়ে হবিগঞ্জে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ
বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলা জজশীপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আইনজীবি সমিতির উদ্যোগে এবং জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে বুধবার সকাল ১০ টায় এক বিশাল শোক র‌্যালী হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। এ সময় জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকগণসহ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল খান ছাড়াও সংশ্লিস্ট বিভাগ ও সমিতির সকল সদস্য-কর্মচারীগণ তাতে অংশ নেন। পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল। বিজ্ঞ সহকারী জজ মোঃ শাহরিয়ার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্বে সভাপতিত্ব করেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক কাজী মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল আলম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল, যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক কাজী মিজানুর রহমান, বিজ্ঞ পিপি মুক্তিযোদ্ধা এড. সিরাজুল হক চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হান্নান, সাবেক সভাপতি ও জিপি এড. আফিল উদ্দিন,  সাবেক সাধারন সম্পাদক ও এপিপি এড. লুৎফুর রহমান, বিজ্ঞ স্পেশাল পিপি এড. আবুল হাশেম মোল্লা মাসুম, বিজ্ঞ জিপি-বিপি এড. মোঃ আব্দুল মোছাব্বির বকুল, সংশ্লিস্ট আদালতের নাজির উসমান রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার সহধর্মিনী সহ পরিবারের নিহত সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলানা কাজী আব্দুল জলিল ও শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধু দেয়া ৬ দফার আদলে বাংলাদেশকে উন্নত ডিজিটাল রাষ্ট্রে গড়ে তোলা ও বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরারও অভিপ্রায় ব্যক্ত করেন বিচারপতি সহ অন্যান্য বক্তাগণ। এছাড়া জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরার নের্তৃত্বে হবিগঞ্জ শহরে বিশাল শোক র‌্যালী বের হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।


     এই বিভাগের আরো খবর