,

মাধবপুরে দখলমুক্ত জায়গায় টার্মিনাল হচ্ছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কের উপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করার কারণে যানজটের চিত্র ছিল নিত্যদিনের। সম্প্রতি মহাসড়কের দুপাশে প্রায় ৫ একর সড়ক ও জনপথের মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা
প্রশাসন। এসব দখলমুক্ত জায়গায় অবৈধ দখলদাররা ফের বিভিন্ন স্থাপনা তৈরির পরিকল্পনা করেছিল। দখলমুক্ত জায়গা সুরার জন্য জেলা প্রশাসনের নির্দেশে বাস, ট্রাক, সিএনজি, ম্যাক্সি, লাইটেস সহ বিভিন্ন যানবাহন রাখার জন্য মাধবপুর পৌরসভার উদ্যোগে দখলমুক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। পরিবহন শ্রমিকরা জানান, এসব জায়গায় যানবাহন রাখা হলে মহাসড়কের উপর যানজট কমে যাবে। হবিগঞ্জ সড়ক ও জনপথের সহকারী নির্বাহী প্রকৌশলী জোতিশ গোস্বামী জানান, প্রতি বছর সড়ক ও জনপথের জায়গা দখল মুক্ত করা হয়। আবার কিছুদিনের মধ্যে মূল্যবান জায়গা বেদখল হয়ে যায়। এখন যাতে জায়গা আর বেদখল না হতে পারে সেজন্য বিভিন্ন যানবাহন রাখার ব্যবস্থা করা হচ্ছে। এতে জায়গা সুরার পাশাপাশি মহাসড়কে যানজট ও দুর্ঘটনা থাকবে না। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, গত কিছুদিন আগে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। মাধবপুরে মহাসড়কের উপর যানজট একটি জাতীয় সমস্যা ছিল। সড়কের দুপাশে দখলমুক্ত জায়গায় যানবাহন রাখার জন্য অস্থায়ী টার্মিনাল করা হচ্ছে। এখন মহাসড়কে দুরপাল্লার কোন যানবাহন যানজটের কবলে পড়বে না।


     এই বিভাগের আরো খবর