,

বাবাসহ ৩ জনকে অভিযুক্ত করে বিউটি হত্যা মামলার চার্জশিট

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে লোমহর্ষক বিউটি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। এতে বিউটির বাবা ছায়েদ মিয়া, সহযোগী ময়না ও ভারাটে খুনী কামালকে আসামি করা হয়েছে। তবে ভারাটে খুনী কামাল এখনও পলাতক। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এক সংবাদ সম্মেলনে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে চার্জশিট দাখিল করেন। সংবাদ সম্মেলনে এসপি বিধান ত্রিপুরা জানান, মামলাটির দীর্ঘ তদন্তের পর আসামি এবং সাক্ষীদের ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে বিউটির বাবা ছায়েদ মিয়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মহিলা মেম্বার প্রার্থীর স্বামী ময়না মিয়া এবং ভারাটে খুনি কামাল তিনজন মিলে বিউটিকে হত্যা করে। তাই তাদের আসামি করেই মামলার চার্জশিট দাখিল করা হয়। এছাড়া বিউটিকে ধর্ষণ করলেও হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল না বাবুল। তাই তাকে হত্যা মামলার চার্জশিটে জড়ানো হয়নি। তবে বাবুল এবং তার মা কলমচাঁন বিবিকে আসামি করে বিউটি ধর্ষণ মামলার চার্জশিটও নারী শিশু নির্যাতন দমন আদালতে দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। বাবুল ১৭/১৮ দিন তার বাসায় রেখে বিউটিকে ধর্ষণ করে এবং বাবুলকে সহযোগিতার অভিযোগে তার মা কলমচাঁনের নামও চার্জশিটে রাখা হয়েছে। হত্যাকান্ডের পরপরই তার বাবা ছায়েদ মিয়া যে মিথ্যা হত্যা মামলা দায়ের করেছিলেন সেই মামলাটিরও ফাইনাল রিপোর্ট করা হয়েছে। এদিকে বিউটি হত্যার ৫ মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ভারাটে খুনি কামাল। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এসপি বিধান ত্রিপুরা। দ্রুত গ্রেফতারের স্বার্থে কামাল সম্পর্কে এর বেশি তথ্য দেননি তিনি। গত ১৭ মার্চ সকালে জেলার শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা ছায়েদ বাদী হয়ে বাবুল (৩২) ও তার মা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কলমচাঁন বিবির (৪৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটির নিথর মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। হত্যা ও ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়। বিউটি হত্যার চার্জশিট দাখিলের সংবাদ সম্মেলন২১ মার্চ বাবুলের মা কলমচাঁন এবং বন্ধু একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ। এরপর ৩১ মার্চ সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেফতার করা হয় বাবুলকে। ৬ এপ্রিল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবুল বিউটি হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর