,

নবীগঞ্জে শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে উপচে পড়া ভীড়

স্টাফ রিপোর্টার ॥ রাত পোহালেই মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই উৎসবকে সামনে রেখে গতকাল সোমবার নবীগঞ্জে কুরবানির পশুর হাটগুলোতে ছিল উপচে পড়া ভীড়। নবীগঞ্জে পশুর হাট সালামতপুর, ইনাতগঞ্জ বাজার, জনতার বাজার, কাজীরবাজার, আউশকান্দি বাজারসহ বিভিন্ন হাট বাজারে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্রেতারা প্রখর রোদ আর গরম উপো করে কোরবানির পছন্দের পশু কিনতে পশুর হাটে আসেন।  দেশীয় গহস্থরা সাড়া বছর লালন পালন করে কোরবানির ঈদে তাদের গরু ছাগল বিক্রয় করেন। তবে এবছর বিদেশী গরু  গ্রামের হাটবাজারে কম আসায় দেশীয় গরু চড়া দামে  ক্রয় করতে হচ্ছে। হাটে  আসা ক্রেতা জামাল মিয়া জানান, গরুর দাম একটু বেশি হলেও সাধ্যর মধ্যে দেশী গরু কেনাই ভাল। ক্রেতা আলমঙ্গীর মিয়া জানান, গত বছরের তুলনায় এ বছর দাম একটু বেশী। আজ মঙ্গলবার ঈদের শেষ বাজার। প্রতিটি বাজারেই আরো বেশি ভীড় হবে এবং গভীর রাত পর্যন্ত বেচা কেনা চলবে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা ও গরুর বাজারগুলোর কর্তৃপক্ষ।


     এই বিভাগের আরো খবর