,

বাহুবলে প্রবাসী হত্যাকারীদের গ্রেফতারে দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় দুবাই প্রবাসী শেখ ওয়াহিদ মিয়া (৪০) কে নৃশংসভাকে খুনের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক নারী-পুরুষ ঢাকা সিলেট মহাসড়কে দাড়িয়ে মানববন্ধন করে। গত শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা
পর্যন্ত উপজেলার পুটিজুরী বাজারে এ মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন নিহত ওয়াহিদের ৬ বছরের মেয়ে মিনহা তার বুকে ফেস্টুন নিয়ে বলছে “আমার বাবা কবরে, সন্ত্রাসীরা কেন বাইরে বিচার চাই”। খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুটিজুরী বাজারসহ ওই উপজেলার প্রত্যন্ত অঞ্চল। শুধু পুটিজুরী ইউনিয়নের লোকজনই নয়, পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে ব্যানার নিয়ে মিছিল সহকারে লোকজন এসে মানববন্ধনে যোগ দিতে দেখা গেছে। মানববন্ধনে নিহতের মা ও স্ত্রী অবুঝ সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তাদের একটাই দাবি খুনিদের গ্রেফতার করে ফাঁসি দেয়া হউক। পুটিজুরী ইউনিয়নের ছাত্র সমাজ, যুব সমাজ ও এলাকাবাসির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পুটিজুরী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি শাহ্ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শেখ আব্দুল মুমিনের পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, আওয়ামীলীগ নেতা শেখ মোঃ আব্দুল্লাহ মিয়া, যুবলীগ নেতা ফজলে এলাহি লুলু, আব্দুল ওয়াহাব সবুজ, শেখ আব্দুল মোমিন, ছাত্রলীগ নেতা রমজান আলী, সাবেক মেম্বার শুকুর খা, আব্দুল হক প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা। ২৪ ঘন্টার মধ্যে ওয়াহেদ মিয়ার হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার করা না হলে প্রতিবাদ সভা এমনকি মহাসড়ক অবরোধের ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাত ৮টায় উপজেলার পুটিজুরী বাজারের একটি স্টলে শাহ নেওয়াজ হোসেন নামের ব্যক্তি দুবাই প্রবাসী ওয়াহিদ মিয়া (৪০) ও তার সহোদর কাওছার মিয়া (২৫) কে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং কাওসারকে সিলেট প্রেরণ করেন। এ ঘটনায় পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়াসহ ১৯ জনকে আসামি করে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই ফারুক মিয়া। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানান, আসামিরা সবাই পলাতক, তাদের গ্রেফতারের সর্বাত্বক চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।


     এই বিভাগের আরো খবর