,

নবীগঞ্জে নতুন বিয়ের মেহেদির রং মোছার আগেই হাতে পুলিশের কড়া

প্রথম স্ত্রীর মামলায় স্বামী তোফায়েল শ্রীঘরে…

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে স্ত্রীর অনুমতি ছাড়া আরেক বিয়ে করে যৌতুকের জন্য মারপিটের অভিযোগে প্রথম স্ত্রীর মামলায় তোফায়েল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে থানার এস.আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। ধৃত তোফায়েল মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর গ্রামের ইউনুছ উল্লার পুত্র। এর আগে গত মঙ্গলবার সন্ধায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মৃত গউছ মিয়ার কন্যা ধৃত তোফায়েলের স্ত্রী রেজমিন বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলা তোফায়েল ও তার নতুন স্ত্রী সাজেদা বেগমকে আসামী করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০১৫ইং সালে তোফায়েলের এর সাথে রেজমিন বেগমের বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকেই তোফায়েল বিদেশ যাওয়ার জন্য রেজমিনের পরিবারের নিকট ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে। কিন্তু রেজমিনের মাতার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় রেজমিনকে প্রায়ই মারপিট করতো। এমনকি গত ১০-১২ দিন পূর্বে তোফায়েল মাজেদা বেগম নামের এক যুবতিকে বাড়িতে নিয়ে আসে এবং সে জানায় ওই মাজেদা তার বিবাহিত নতুন স্ত্রী। এদিকে গত রবিবার বিকেলে রেজমিনের নিকট ফের ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে তোফায়েল। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ৯ মাসের অন্তঃসত্ত্বা রেজমিনকে মারপিট করে এক কাপড়ে বাড়ী থেকে বের করে দেয় তোফায়েল। খবর পেয়ে রেজমিনের স্বজনরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ থানায় রেজমিন বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান। গতকাল বুধবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে রেজমিন বেগম জানায়, ইতিপূর্বেও তার স্বামী তোফায়েলের অবহেলার কারণে তার একপুত্র সন্তান জন্ম গ্রহণের পর মারা যায়। এ ঘটনার সুষ্ট বিচার দাবী করে রেজমিন ও তার পরিবার।


     এই বিভাগের আরো খবর