,

ড. কামাল-কাদের সিদ্দিকী বৈঠক

জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে আলোচনা

সময় ডেস্ক ॥ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল সকালে গণফোরামের মতিঝিলের কার্যালয়ে ঘন্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে দুই দলের নেতারা উপস্থিত ছিলেন। তিন দলের যুক্তফ্রন্ট ও গণফোরামের মধ্যে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে সমঝোতা হওয়ার পর কাদের কাদের সিদ্দিকীর সঙ্গে ড. কামালের এ বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ঐক্য প্রক্রিয়ায় কাদের
সিদ্দিকী শুরুতে সক্রিয় থাকলেও সম্প্রতি তার দল অনেকটা নিজস্ব কর্মসূচি নিয়ে এগোচ্ছে। গতকালের বৈঠকে দুই নেতা আসন্ন জাতীয় নির্বাচন ও জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেন। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে তারা আলোচনা করেন। এছাড়া ২২শে সেপ্টেম্বর ডাকা নাগরিক সমাবেশে অংশ নেয়ার জন্য ড. কামাল হোসেন কাদের সিদ্দিকীকে আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে কাদের সিদ্দিকী বলেছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক বৈঠকের বিষয়ে মানবজমিনকে বলেন, সার্বিক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় নির্বাচন এবং জাতীয় ঐক্য প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। জাতীয় ঐক্যের বিষয়ে তার দলের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, এখনও এনিয়ে কোনো সিদ্ধান্ত নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাজনৈতিক দলের  নেতাদের মধ্যে যা নিয়ে আলোচনা হতে পারে আমাদের মধ্যেও তাই নিয়ে আলোচনা হয়েছে। সব কথা তো বলা যাবে না।  বর্তমান পরিস্থিতিকে আপনারা কেন সংকটময় মনে করছেন- এমন প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, আপনি যে এখান থেকে অফিসে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলেই তো সংকট। এ রকম অসংখ্য সংকট আছে। কি ধরনের নির্বাচন হলে গ্রহণযোগ্য নির্বাচন মনে করবেন? এমন প্রশ্নে তিনি বলেন,  যে নির্বাচন সকলে  মেনে নেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হবে সে ধরনের নির্বাচন হলেই গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেবো। উল্লেখ্য, নির্বাচনের আগে জাতীয় ঐক্য প্রক্রিয়া গড়তে তিন দলের যুক্তফ্রন্ট ও গণফোরাম ঐকমত্য হয়েছে। মঙ্গলবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বিকল্পধারা সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে ড. কামাল হোসেনের বৈঠকে জাতীয় ঐক্যের বিষয়ে একমত হন নেতারা। সুষ্ঠু নির্বাচন দাবিতে সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা। ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথাও জানান ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তারা।


     এই বিভাগের আরো খবর