,

চুনারুঘাটে ২ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার ॥ পুলিশের ব্রিফিং ১৫ বৎসরে কাহালু অস্ত্র মামলার আসামী আটক

জুয়েল চৌধুরী ॥ দীর্ঘদিন পলাতক থাকার পর চার মামলার পলাতক আসামী ট্রাক চালক আশীষ দেব বর্মাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি ফরেস্ট বস্তির ইটাখোলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ফরেস্ট বস্তি এলাকার শচীন্দ্র দেব বর্মার পুত্র। আশীষ দেব বর্মাকে গ্রেফতারের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির। তিনি জানান, ২০০৩ সালের ২৮ জুন বগুড়া জেলার কাহালুতে আনারস ভর্তি ট্রাক থেকে ৭০ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যা ওই সময় দেশে আলোড়ন সৃষ্টি করে। ট্রাকটি আটকের পর এর চালক আশীষ দেব বর্মাসহ অন্যরা পালিয়ে যান। গুলি উদ্ধারের ঘটনায় ওইদিনই অস্ত্র আইনের ৯(চ), বিস্ফোরক আইনের ৪ ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কাহালু থানায় চারটি মামলা দায়ের করে পুলিশ। গোপন সংবাদে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এস.আই আব্দুল্লাহ আল জাহিদ, হারুন আল রশিদ ও কবিরুল ইসলামসহ একদল পুলিশ রাতে সাতছড়ি ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে তার পরিবারের সাথে গোপনে দেখা করতে এসেছিল বলে জানা গেছে। অপরদিকে এসআই কবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ চুরি, ডাকাতি ও বনসহ ২ ডজন বিভিন্ন মামলার পলাতক আসামী ধুরাম (৩২) কে নিজ বাড়ি উপজেলার কৃষ্ণনগর থেকে আটক করেন। সে ওই গ্রামের আকবর মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময় চুরি ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় চুনারুঘাট থানাসহ বিভিন্ন থানায় ২ ডজন মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।


     এই বিভাগের আরো খবর