,

মা মনি এইচএসএস প্রকল্পের কর্মশালায় জেলা প্রশাসকমা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের অংশগ্রহণ প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রসাশক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, সরকারের মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জনে এবং মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে হবিগঞ্জে মা মনি এইচএসএস প্রকল্প স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বিত কার্যকর ভূমিকা পালন করছে। বিভিন্ন সেবা কেন্দ্র নির্মাণ ও শক্তিশালী করণের মাধ্যমে সেবাকর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করছে। বিশেষতঃ হাওর অঞ্চলের মানুষের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে সহায়তা করছে। এক্ষেত্রে স্থানীয় সরকারের সাথে আরো সমন্বয় করে কাজ করার আহবান জানান। তিনি স্থানীয় সরকারের বাজেট বিষয়ে বলেন, প্রতিবছর স্বাস্থ্য খাতে স্থানীয় সরকার বিভাগ বাজেট বরাদ্ধ রাখে, এ খাতের যথাযথ ব্যবহার করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মা মনি এইচএসএস প্রকল্প আয়োজিত স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ আবদুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দিলীপ কুমার বণিক, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ জসিম উদ্দিন ভূইয়া, উপ-পরিচালক সমাজসেবা শোয়েব হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ রাজিব রায়, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ। কর্মশালায় বক্তাগণ বলেন, ২০১০ সালের দিকে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় হাওর বেষ্টিত হবিগঞ্জে মা ও নবজাতকের মৃত্যুর হার অনেক বেশী ছিল, কিন্তু বর্তমানে এ হার কমে গেছে। বিশেষত সময়মত সেবা প্রাপ্তি ও উন্নত চিকিৎসার্থে রেফার। তাছাড়া দূর্গম এলাকায় ওয়াটার এম্বোলেন্স এর মাধ্যমে সেবা প্রদান। তারা আরও বলেন, যে সকল সেবা কেন্দ্রে ২৪/৭ সার্ভিস চালু হয়েছে তাহা যেন অব্যাহত থাকে। এক্ষেত্রে স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে মুখ্য ভুমিকা পালন করতে হবে। কর্মশালায় বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সেইভ দ্য চিলড্রেন ইন্টাঃ হবিগঞ্জের সিনিয়র ম্যানেজার বিভাকর রায় এবং প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী শাকিল আহমেদ খান ও নাজমা বেগম।


     এই বিভাগের আরো খবর