,

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কালো বাজারীদের হাতে

 

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট আবারও কালো বাজারীদের হাতে। আর এসব টিকেট দিগুন দামে বিক্রি হচ্ছে। অনেকে বেকায়দায় পড়ে বাধ্য হয়ে কালো বাজারীদের কাছ থেকে টিকেট ক্রয় করছেন। সম্প্রতি পুলিশ ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশ কয়েকজন কালোবাজারীদেরকে টিকেটসহ
আটক করে জেল জরিমানা করেন। কিছুদিন বন্ধ থাকার পর তারা আইনের ফাঁক ফোঁকড় দিয়ে
বেড়িয়ে এসে পুনরায় এসব অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তাদেরকে সহযোগীতা করছেন রেলওয়ের অসাধু কর্মচারী ও পুলিশ সদস্যরা। প্রতিদিন হবিগঞ্জ থেকে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় আন্তনগর ট্রেন থেকে শত শত যাত্রী যাতায়াত করছেন। কিন্তু রেল কর্তৃপক্ষের বেধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়েও টিকেট পাওয়া যায়না বলে যাত্রীরা অভিযোগ করেন। তাদের কাছে গেলে বলা হয় টিকেট শেষ হয়ে গেছে। অতচ দিগুন দাম দিলে স্টেশন মাস্টার, কর্মচারী ও কতিপয় পুলিশ সদস্যরা টিকেট ব্যবস্থা করে দেন। এ নিয়ে প্রায়ই স্টেশন মাস্টার ও যাত্রীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেলওয়ে কর্মচারীরা জানান, টিকেট দেয়ার দিন থেকেই স্টেশন মাস্টার টিকেট কালো বাজারীদের হাতে বিক্রি করে দিচ্ছেন। যার ফলে যাত্রীরা কাউন্টারে এসে টিকেট পাচ্ছেন না। রেলওয়ে সূত্রে জানা যায়, রেল মন্ত্রণালয় থেকে শায়েস্তাগঞ্জ টু ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর যাত্রীর সুবিধার্তে প্রচুর টিকেট দেয়া হয়। কিন্তু এর মধ্যে ২/১ জনে টিকেট পায়। বাকীরা স্টেন্ডিং টিকেট অথবা কালোবাজারীদের কাছ থেকে ক্রয় করেন। এ ব্যাপরে স্টেশন মাস্টার জানান, কালো বাজারীদের হাতে কোন টিকেট বিক্রি হয় না। তবে যদি কোন কালো বাজারী যাত্রী সেজে টিকেট দেয়ার দিন থেকে টিকেট নিয়ে যায় আমাদেও কিছু করার নেই।


     এই বিভাগের আরো খবর