,

বানিয়াচংয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাধা

 

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এই বাধার কারণে মিছিল নিয়ে বেশি দূর যেতে পারেননি নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ মিছিলের আয়োজন করে বিএনপিসহ অঙ্গসংগঠনের (আবদুল্লাহ গ্রুপ) নেতাকর্মীরা। মিছিল নিয়ে অফিসের গেইটের বাহিরে আসতেই সেখানে বাধা দেয় পুলিশ। কার্যত গেইটের কাছেই তাদের মিছিল শেষ করতে হয়। বাধা প্রদানের নেতা-কর্মীরা সেখানেই অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় মিছিলকারীদের। কোন উপায় না পেয়ে গেইটের কাছেই মিছিল শেষ করতে বাধ্য হন নেতা-কর্মীরা। এক পর্যায়ে মিছিলকারীদের মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আহমদ। মিছিলে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির অপর (জীবন গ্রুপ) একটি গ্রুপের নেতারা বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করে। সেখানেও পুলিশের বাধার মুখে টিকতে না পেরে অফিসের মধ্যেই সংক্ষিপ্ত সভা করেন নেতা-কর্মীরা। সেখানে বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মী ছাড়াও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিশৃঙ্খলা এড়াতে দুপুর থেকেই বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসসহ বড়বাজারের বিভিন্ন স্পটে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু আলোচনা সভা করার অনুমতি আছে তবে কোন মিছিলের অনুমতি নাই।


     এই বিভাগের আরো খবর