,

চুনারুঘাটে সাব রেজিস্ট্রারের ওপর হামলার ঘটনায় ৩ দলিল লেখকের সনদ বাতিল

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে সাব রেজিস্ট্রারের উপর হালার ঘটনায় ৩ দলিল লেখকের সনদ বাতিল করেছে জেলা রেজিস্ট্রার। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গত ১৬ আগস্ট হবিগঞ্জ  জেলা রেজিস্ট্রার অফিস থেকে নোটিশের মাধ্যমে তাদের সনদ বাতিল করা হয় এবং  তাদের সনদ বাতিলের নোটিশ মহা পরিদর্শক নিবন্ধন বাংলাদেশসহ হবিগঞ্জ জেলার সকল সাব রেজিস্ট্রার অফিসে তাদের সনদ বাতিলের  নোটিশ  সংশ্লিষ্ট নোটিশ বোর্ডে  টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।  জানা যায়,  সরকারী কাজে বাঁধা প্রদান সহ অফিস চলাকালীন সময়ে সাব রেজিস্ট্রার আবু বকর মোঃ খাইরুজ্জামানের সরকারী খাস কামরায় অনাধিকার প্রবেশ পূবর্ক অতর্কিত ও পূর্ব পরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি মারপিট করা এবং ভয়ভীতি প্রদান, তার সহিত অসদাচরণ আইন শৃংখলা ভঙ্গের অভিযোগের দায়ে চুনারুঘাট দলিল লেখক সমিতির  সাবেক সভাপতি মোঃ আঃ আহাদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহিদুর রহমান সাহিদ, মোঃ দরবেশ আলীসহ দলিল লেখক ৩ জনের নাম উল্লেখ করে সনদ বাতিলের নোটিশ প্রেরণ করা হয়। এ নিয়ে সাধারণ দলিল লেখকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার বিবরণে  জানা যায়, গত ১লা আগস্ট বুধবার একটি দলিল রেজিস্ট্রারি করতে নিয়ে গেলে সাব-রেজিষ্টার দলিলে ভুলক্রটি আছে নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায় আহাদ গংরা ক্ষিপ্ত হয়ে সাব-রেজিস্ট্রার আবু বকর খাইরুজ্জামানকে তার খাস কামারায় লাঞ্ছিত ও হামলা করে রক্তাক্ত জখম করে। এদিকে সাব রেজিস্ট্রারের লোকজন ও তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাব রেজিস্টার বাদী হয়ে তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এব্যাপারে সাবেক সভাপতি আব্দুল আহাদ শামীম জানান, সাব রেজিস্ট্রার দুর্নীতিতে পরিণত করেছে অফিস। কোন উৎকোচ ছাড়া দলিল রেজিস্ট্রার করেন না তিনি।


     এই বিভাগের আরো খবর