,

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত ॥ সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে গত সোমবার রাত ১১ টায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা সৈয়দ জুনাহিদ আলী আহত হয়েছেন। গুরুতর আহত আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতের বড় ভাই সৈয়দ এন আলী এহিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের সৈয়দ হুশিয়ার আলীর পুত্র যুবলীগ নেতা ও সৈয়দপুর বাজারের ব্যবসায়ী সৈয়দ জুনাহিদ আলী সৈয়দপুর বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাহিম এন্ড মারুফ ভেরাইটিজ ষ্টোর থেকে সোমাবার রাত ১১ টায় উমরপুর-আজলপুর রাস্তায় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছামাত্রই পূর্ব আক্রোশের জের ধরে একই গ্রামের আবিদ আলীর পুত্র বুলবুল মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এসময় তার শরীরে বিভিন্নস্থানে এলোপাতারি মারপিট করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় তার সাথে থাকা নগদ ৬০ হাজার টাকা ও একটি স্যামসং ব্রান্ডের মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে আহতের বড় ভাই নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মোতাহির আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ এন আলী এহিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর