,

হবিগঞ্জে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য নিয়ে জেলা প্রশাসকের আলোচনা সভা

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ  জেলায় আইন মেনে চালাব গাড়ি নিরাপদে ফিরব বাড়ি এ ¯েøাগানকে সামনে রেখে  নিরাপদ সড়কের জন্য নাগরিকের কর্তব্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসন বাংলাদেশ বিআরটিএ রোড অথরিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর  মঙ্গল বার বিকাল ৪টায়  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে  অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট  তারেক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন,   অতিরিক্ত পুলিশ সুপার শৈলান চাকমা, সদর উপজেলা ইউএনও মর্জিনা আক্তার, নির্বাহী প্রকৌশলী সওজ জহিরুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক  হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক, চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মোঃ মোতাছিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই নিসচার সভাপতি গীতিকার এম আর মামুন প্রমুখ। এ সময় জেলা প্রশাসক, মালিকগণের প্রতি আহবান করে বলেন যান্ত্রিক ক্রটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ কাগজপত্র, বিআরটিএর সংশ্লিষ্ট অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালকদের নিয়োগ দেয়ার আহবান জানান, তিনি ড্রাইভারদের বলেন নিষিদ্ধ এলাকা, রাস্তার বাকে, সরু ব্রীজে  ওভারটেকিং গতিসীমা লংঘন, মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী ওঠানো, ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এদিকে ছাত্রছাত্রীদের বলেন, সময় বাচাতে গিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে ওঠা, চলন্ত গাড়িতে ওঠা নামা  না করা, চালকের মনে নিঘ্ন ঘটে  এমন কিছু না করাসহ সতর্কতা অবলম্বন করে রাস্তায় চলালের আহবান জানান। তিনি আরও বলেন জেলায়  সড়কে চলাচলে আমাদের নাগরিক হিসাবে যার যে দায়িত্ব সড়ক দূর্ঘটনা রোধে তা সঠিক ভাবে পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। এতে সিএনজি  ট্রাক  লরীর মালিক সমিতির ও  স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারনের অংশ গ্রহণে জেলার নিরাপদ সড়কের জন্য নাগরিকের কতর্ব্য নিয়ে স্বত:স্ফুর্ত আলোচনা হয়। এই সময় সবাই যার যার মতামত তুলে ধরেন। এদিকে বিআরটিএর সহকারী পরিচালক অভিযোগ করে বলেন ইমা মেক্সির কোন বৈধ কোন কাগজপত্র নেই তারা রাস্তায় কিভাবে চলছে,  ওই সমস্ত গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওসি হাইওয়ের প্রতি দাবী জানান।


     এই বিভাগের আরো খবর