,

নবীগঞ্জে ইউপি মহিলা সদস্যর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ উপজেলার ৮নং  নবীগঞ্জ সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সদস্য নুরফূল নেছার তার ওয়ার্ডের লোকজনদের সাথে বিভিন্ন সেবা দেয়ার নামে গরীব, অসহায় ও সহজ সরল লোকদের সাথে দূর্নীতি করছেন। তার প্রতিকার চেয়ে ভুক্তভোগী লোকজন গণস্বাক্ষর দিয়ে গত সোমবার নবীগঞ্জ উপজেলার নির্বাহি অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন এবং সদয় অবগতির জন্য অনুলিপিপত্র বিভাগীয় কমিশনার সিলেট, জেলা প্রশাসক হবিগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও মহিলা বিষয়ক কর্মকর্তা নবীগঞ্জকে দিয়েছেন। অভিযোগের আলোকে ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় হালিতলা (বারইকান্দি) গ্রামের সংরক্ষিত মহিলা সদস্য নুলফুল নেছা সহজ সরল লোকদের কাছ থেকে নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন, কৃষকদের সার বা টাকা ও টিউবওয়েল পাইয়ে দেয়ার নাম করে জনপ্রতি ২/৩ হাজার টাকা উৎকোচ গ্রহন করছেন। এছাড়া গত নির্বাচনে জয়ী হবার পর তিনি বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে জনপ্রতি ৫০ টাকা চাঁদা আদায় এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা গর্ভকালীন ভাতা ও ভিজিএফ তালিকায় নাম অন্তর্ভুক্তি করার বাহানা করে বড় অংকের টাকা আদায় করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে দাবি জানিয়েছেন ওই ওয়ার্ডের লোকজন।


     এই বিভাগের আরো খবর