,

সমস্যার আরেক নাম হবিগঞ্জ সদর হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সমস্যার আরেক নাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। রোগীরা রোগ সারাতে এসে আরো অসুস্থ হয়ে পড়ছে। ভাঙ্গা চেয়ার, বিছানাপত্রের অভাব, পানির টেপ নষ্টসহ অনেকগুলোর সমস্যার পাশাপাশি নতুন করে যোগ হয়েছে জরুরী বিভাগের টয়লেটটি। দীর্ঘদিন ধরে টয়লেটটি পরিস্কার না করায় ট্যাংকি ভর্তি হয়ে ময়লা উপচে পড়ে দুগর্ন্ধ ছড়াচ্ছে ওয়ার্ড গুলোতে। এতে ওয়ার্ডে থাকা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু রোগীরা। রোগীদেরকে দেখতে আসা স্বজনরা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে নাকে রোমাল দিয়ে চলাচল করছেন। গতকাল সরজমিন গিয়ে দেখা যায়, জরুরী বিভাগের ব্যবহৃত টয়লেটটির ট্যাংকি ভর্তি হয়ে ময়লা, আর্বজনা উপচে পড়ছে। কুকুর বিড়াল ও কাক এসব ময়লা টেনে নিয়ে পরিবেশ নষ্ট করছে। ওই বিভাগের মেডিকেল অফিসার দেবাশীষ দাস ও ব্রাদার আওয়ালসহ দায়িত্বরত কর্মচারিরা জানান, আমরা অনেক কষ্টে নাকে রোমাল দিয়ে চিকিৎসা করছি। বারবার কর্তৃপক্ষকে বলার পরও এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না।


     এই বিভাগের আরো খবর