,

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ দোকানপাঠ উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউলগনি ওসমানী পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় নবীগঞ্জ থানার এস.আই অভিজিত ভৌমিক ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন। সূত্রে জানা যায়, জনগনের দাবির প্রেক্ষিতে গতকাল সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে শহরের ওসমানী সড়কের নাইস চাইনিজ রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা, একটি যাত্রবাহী বাসকে ১ হাজার ও একটি সিএনজিকে ৫’শ টাকাসহ মোট ৫টি মামলায় ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। একই সময়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)’র অভিযানে ফাহিম টাইলসকে ৫ হাজার, নাইস বাংলাকে ২ হাজার ও লেডিস টেইলার্সকে ১ হাজর ২’শ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্ব মোট ২৭ হাজার ৭ শত টাকা আদায় করা হয়েছে। অভিযানে নবীগঞ্জ শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা টং দোকান, ফলের দোকান, সবজির দোকান, পান দোকানসহ বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহলের লোকজন। এছাড়া আনমনু সড়কে মদের পাট্রায়ও অভিযান পরিচালিত হয়। মদ বিক্রির লাইসেন্স থাকায় তাদেরকে লাইসেন্সধারীদের ছাড়া অন্য কারো কাছে মদ বিক্রি না করার নির্দেশ প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর