,

ইনাতগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২পক্ষের সংঘর্ষে আহত ১৫

ইনাতগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলিম উদ্দিন এর মধ্যে ভূমি ও ইনাতগঞ্জ বাজারে দোকান ঘর নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়ের মধ্যে হামলা, সংঘর্ষ মামলা পাল্টা মামলা চলে আসছে। গত প্রায় বছর খানেক পূর্বে গিয়াস উদ্দিনের ভগ্নিপতি আবুল কালাম আজাদ এর ইনাতগঞ্জ মদিনা মার্কেটে ব্যবসা প্রতিষ্টানে আলিম উদ্দিন ও তার লোকজন হামলা করে আসবাবপত্র ভাংচুর করে। এর পর থেকেই বিরোধ চাঙ্গা হয়ে উঠে। অপরদিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর মৌজায় গিয়াস উদ্দিনের নামিয় জায়গা বেশ কিছু দিন ধরে আলিম উদ্দিন জোর দখল করে। এর পর পরই ওই জায়গাতে একটি টিন সেট ঘর ও তৈরী করা হয়। লন্ডন প্রবাসী দেশে না থাকায় কেহ কোন বাধা দিতে পারেনি। ইদানিং লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন দেশে আসলে তার জায়গা দখল নিতে নানা ফন্দি শুরু করেন। একপর্যায়ে গতকাল শনিবার সকালে গিয়াস উদ্দিনের নেতৃত্বে অনেক লোকজন দখলীয় ওই ভুমিতে পাল্টা দখল নেন এবং ঘরটি ভেঙ্গে ও গুড়িয়ে ফেলেন। খবর পেয়ে আলিম উদ্দিন এর লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে ঘটনা স্থলে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। হামলায় গুরুত্বর আহতরা হলেন, গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল আজাদ শাহজাহান, সাইফুল আহমদ, জুবায়ের আহমদ, মিনাজ উদ্দিন, নুরকাছ উদ্দিন, আনসার উদ্দিন, আলিম উদ্দিন, শিবলু মিয়া, তফু মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, আক্তার উদ্দিন।


     এই বিভাগের আরো খবর