,

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট

সংবাদদাতা \ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও (নোয়াগাঁও) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ২৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মৃত সুনু মিয়ার পুত্র ছানু মিয়া গং ও মৃত বাদশা মিয়ার পুত্র ইয়াদ আলী গংদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্যসহ মামলা মোকাদ্দমা চলিয়া আসিতেছে। এরই জের ধরে গত শুক্রবার সকালে ছানু মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইয়াদ আলী বসতবাড়ি ঘেরাও করে বিকাল ৩টা পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখে। ঘটনার খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাড়ির এস আই কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ চলে যাওয়ার সাথে সাথে ছানু মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইয়াদ আলী গংদের বাড়ীঘরে হামলা চালায়। এ সময় প্রায় ৪টি ঘরের বেড়া ও চালের টিন ভাংচুর করা হয়েছে। এ ছাড়াও প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। উল্লেখ্য, প্রায় মাস খানেক পূর্বে উক্ত দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুল জলিল (৫৫) ও মৃত ঠাকুর উল্লার পুত্র মোঃ আনছার উদ্দিন (৭০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আনছার উদ্দিন সুস্থ হলেও আব্দুল জলিলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবারের হামলা ও লুটপাটের ঘটনায় ইয়াদ আলী বাদী হয়ে মৃত সুনু মিয়ার পুত্র ছানু মিয়াসহ ২৭ জনকে আসমী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর