,

শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করতে শিক্ষকের বিকল্প নাই- ইউএনও

স্টাফ রিপোর্টার: শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করতে শিক্ষকের বিকল্প নাই। একজন শিক্ষক জাতীর প্রকৃত স্বপ্নদ্রষ্টা। আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দিবে। তাই শিশুদের পড়ালেখার প্রতি মায়েদের বিশেষ ভ‚মিকা রাখতে হবে। সচেতনতার মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবক পারস্প্ররিক সম্পর্ক তৈরী করতে হবে তবেইমান সম্মত শিক্ষা নিশ্চিত হবে। এই কাজটি করে যাচ্ছে বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা এলাকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি নৈতিকতা। মানবিকতা শিক্ষার ক্ষেত্রে উদাহরন সৃষ্টি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান গতকাল বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলার করগাঁও ইউপির ঐতিহ্যবাহী বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও বর্ষসেরা মা পদক ও মা সমাবেশ” এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। এসএমসির সভাপতি বিধু ভ‚ষন দাশের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সায়মা সুলতানা, শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এসএমসির সভাপতি রঞ্জিত চৌধুরী পিকলু, পিচিত্রর সহ-সভাপতি ডাঃ কিরণ সূত্রধর, ইনডেভারের প্রোগ্রাম অফিসার কামরুল ইসলাম, হেল্প ফর বাংলাদেশ চ্যারিটির পরিচালক শিক্ষক আমিনুল ইসলাম স্বপন, অভিভাবক মোঃ সাবেহ আলী, ইউপি সদস্য বদরুজ্জামান, শিক্ষার্থী উদিত ভাষ্কর পাল তমাল, শুক্লা চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে বিগত বৎসরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও নগদ অর্থ, বর্ষসেরা মা সম্মাননা, বিগত বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবীদের মাঝে হেল্পার বাংলাদেশ চ্যারিটি লন্ডনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান চৌধুরীর সহযোগিতায় সম্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়। অনুষ্ঠানে ইনডেভারের সহযোগিতায় মায়েদের ফ্রি মেডিকেল চেকআপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক সুকেশ চন্দ্র শীল, অজন্তা বণিক, লাভলী রানী দাশ, অপর্না সরকার, রাশেদা বেগম ও অফিস সহায়ক দীপক পাল।


     এই বিভাগের আরো খবর