,

হবিগঞ্জে ডাকাতের কবল থেকে রক্ষা পেলেন ব্যারিষ্টার সুমন

রফিকুল হাসান চৌধুরী তুহিন: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের অধীন সাতছড়িস্থ রামগংগা নামক স্থানে গতকাল রবিবার রাতে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সাঈদুল হক সুমন ও এক সাংবাদিক সহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত শতাধিক যাত্রী ডাকাতদলের কবলে পড়েন। এসময় ৮/১০টি বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার যাত্রীদের মারধোর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ প্রায় ৪/৫ লাখ টাকা নিয়ে ডাকাত দল নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ব্যারিস্টার সুমন। তিনি আরও জানান, সংশ্লিস্ট ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে তাকে পুলিশী নিরাপত্তা দেয়ার নির্দেশনা থাকলেও অজ্ঞাত কারনে তা দেয়া থেকে বিরত রয়েছেন স্থানীয় থানার ওসি। তার বডিগার্ড তাকে সরিয়ে নেয়ায় তিনি অল্পের জন্য প্রানে রক্ষা পান। এদিকে ডাকাতিকালে ব্যারিষ্টার সুমন মানুষের আত্মচিৎকার সহ পুরো বিষয়টি তার আইডি থেকে লাইভ করলে তাৎক্ষনিক নানা কমেন্ট সহ আলোচনার ঝড় উঠে। এদিকে নবাগত এসপি মোহাম্মদ উল্লাহ জানান,  ব্যারিষ্টার সুমনের ফোন পেয়ে এবং ডাকাতির ঘটনা শুনে তা বন্ধে ও জড়িতদের গ্রেফতারে তিনি সংশ্লিস্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর