,

জঙ্গীবাদ ও মাদকসেবীদের বিরোদ্ধে ঐক্যের বিকল্প নেই- নবীগঞ্জে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

স্টাফ রিপোর্টার \ তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ এখন অনেক এগিয়েছে। ডিজিটাল বাংলাদেশে তথ্যের অবাধ স্বাধীনতা সাধারন মানুষকে সচেতন হিসেব গড়ে তুলছে। তিনি বলেন,মাদক আর জঙ্গীবাদ সামাজিক শৃংখলা আর অগ্রগতির প্রধান অন্তরায়। এদের কোন সুযোগ দেয়া যাবেনা, তাদের বিরোদ্ধে ঐক্যের বিকল্প নেই। দেশ প্রেমে বলিয়ান হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত জঙ্গীবাদ প্রতিরোধ ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার হবিগঞ্জ এর উপসচিব ও সহকারী পরিচালম মোঃ শফিউল আলম,উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। স্বাগত বক্তব্য দেন,হবিগঞ্জ জেলা তথ্য অফিসের নবাগত কর্মকর্তা পবন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন, গীতা পাঠ করেন নারায়ন চন্দ্র গোপ। ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, আল আমিন খান, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জালাল উদ্দিন, একটি বাড়ি একটি খামার সাদুল্লাপুর ইউনিটের সভানেত্রী শেখ ছইফা রহমান কাকলী প্রমূখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর