,

আউশকান্দি অরবিট হসপিটালের ডাঃ খায়রুলের প্রতারণার ঘটনায় তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার: নবীগঞ্জের আউশকান্দি বাজারে অবস্থিত অরবিট হসপিটালের ডাঃ খায়রুল বাশারের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় তদন্তে গঠিত নতুন কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। আজ বৃস্পতিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রতারণার শিকার শিশুর পরিবারের লোকজন ও অরবিটের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করার কথা রয়েছে। এর আগে জেলা সিভিল সার্জনের নির্দেশে নবীগঞ্জ হাসপাতালের ৩ জন চিকিৎসককে দিয়ে কমিটি গঠন করা হলেও পরে সেই কমিটি বাতিল করে ফের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ কনসালট্যন্ট ডাঃ মোঃ আশরাফ উদ্দিনকে প্রধান করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা ও বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোঃ শাহপরানকে সদস্য করে কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ডাঃ খায়রুল বাশার কর্তৃক সুস্থ শিশুকে অসুস্থ্য বানিয়ে উন্নত চিকিৎসার নামে অন্য একটি প্রাইভেট হসপিটালের চিকিৎসকের কাছে পাঠানোর নামে প্রতারণার খবর বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচারিত হলে হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহিরের নজরে পড়লে তিনি জেলা আইনশৃংখলা কমিটির সভার প্রস্তাব করলে পরে সিদ্ধান্তক্রমে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে, ওই ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান অরবিট হসপিটাল পরিদর্শনে গিয়ে দেখতে পান ওই হসপিটালের ট্রেড লাইসেন্স ও জেলা সিভিল সার্জনের অনুমতি পত্রের মেয়াদ নেই। ২০১৭ সাল থেকেই মেয়াদোর্ত্তীন কাগজপত্র দিয়ে চলছে কার্যক্রম। এসব ঘটনায় তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নেওয়া জনমনে হতাশা দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর