,

মাধবপুরে হামলায় ৫ পুলিশ সদস্য আহত \ আটক ৪

শারমিন জাহান লিপি: মাধবপুর উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের আদেশ তামিল করতে গিয়ে দুই এসআই সহ ৫ পুলিশের আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, এসআই কামাল হোসেন, আলাউদ্দিন, এএসআই নিজাম, ওয়াদুদ, নারী কনস্টেবল সাবিনা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মালঞ্চপুর গ্রাম থেকে ৩ সহোদর সহ ৪ জনকে আটক করা করেছে। আটকককৃতরা হলেন মালঞ্চপুর গ্রামের মানজু মিয়ার ছেলে আমীর হোসেন গোলাপ (৪৯), ইদ্রিস আলী (৪৫), জুনায়েদ (৩৫) এবং পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মানিক মিয়া (২৫)। মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, মালঞ্চপুর গ্রামের তরু মেম্বার এবং তার চাচাতো ভাই আমীর হোসেন গোলাপের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জমিতে আদালতের আদেশ তামিল করতে এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে আমীর হোসেনের লোকজন পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হলে উল্লেখিত ৫ পুলিশ সদস্য আহত হন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাধবপুর থানায় একটি পুলিশ এসল্ট মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর