,

প্রশাসনসহ বাল্য বিবাহ প্রতিরোধকারীদের চোখে আঙ্গুলপ্রশাসনসহ বাল্য বিবাহ প্রতিরোধকারীদের চোখে আঙ্গুল মাধবপুরে এক স্কুল ছাত্রীকে বসতে হল বিয়ের পিড়িতে!

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলাতে এক স্কুল ছাত্রীর বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের রইছ মিয়ার কন্যা প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্রীকে পাত্রস্থ করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় গত বছর হালুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপানী পরীক্ষায় জিপিএ ৩.২৫ পেয়ে উর্ত্তীণ হয়। পরবর্তিতে উপজেলা সদরে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। উচ্চ শিক্ষার সুযোগ না  দিয়ে ২০০২ সালের মাঝা মাঝি সময়ে জন্ম নেওয়া ওই কন্যা শিশুটিকে উপজেলার চৌমুহনী গ্রামের রাজনগর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে সেলিম মিয়ার সাথে দেওয়া হয়েছে বিয়ে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বাল্য বিবাহ প্রতিরোধকারী সচেতন মহলে চোখে আঙ্গুল দিয়ে বেশ ঘটা করেই বিয়েটি সম্পন্ন হয়েছে। স্কুলে ভর্তির তথ্যানুযায়ী কন্যার সাড়ে ১২ বছর হলেও বসতে হল বিয়ের পিড়িতে। অভিযোগ রয়েছে-ইউনিয়ন অফিস থেকে জন্ম সনদে স্বর্ণা আক্তারের নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার লিখে বয়স বাড়িয়ে বিয়ের কাজটি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর