,

ইনাতগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৭

সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামে গত মঙ্গলবার রাতে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী পপি বেগমকে (১১) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় একই পরিবারের ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- আবিদুন বেগম (২২), রুকেয়া বেগম (৬৫), সামেলা বেগম (৩৬), আফিয়া বেগম (২৮), সালমা বেগম (৩০) ও লিলি বেগমকে (৩৪)। এ প্রতিনিধির সাথে আলাপকালে আহতরারা জানান, গত মঙ্গলবার বিকেলে উপজেলার উল্লেখিত গ্রামের রিক্সা চালক খালেদ মিয়ার পুত্র রুমনের (১৩) সাথে একই গ্রামের মামলার পলাতক আসামী নুরুল মিয়ার পুত্র হৃদয় মিয়ার সাথে ফুটবল খেলা নিয়ে মাঠে ঝগড়া হয়। ছোট বাচ্চাদের এ ঝগড়াকে কেন্দ্র করে ওইদিন প্রথমে রাত অনুমান ৮টার দিকে লিপি বেগমের নির্দেশে তার ভাই কালন, আমীর হোসেন, আকলু হোসেনসহ বেশ কয়েকজন লোক রিক্সা চালক খালেদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে একই পরিবারের ৬ জনকে গুরুতর আহত করে। হামলায় আহতরা প্রাণ রক্ষাতে পাশের বাড়ির লিলি বেগমের বাড়িতে আশ্রয় নিলে তিনিও আহত হন।


     এই বিভাগের আরো খবর