,

অনুপম সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বানিয়াচংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ত¡’ সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি \ অনুপম সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নে অবস্থিত মুযাহিরুল উলুম (ভাঙ্গারখাল) মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ত¡’ শীর্ষক সেমিনার গতকাল শুক্রবার বিকেল ২টায় অনুষ্টিত হয়েছে। অনুপম সমাজ কল্যান পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আবুল হোসেন ফাহিম এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমীর হামজা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলামিষ্ট, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা কবি মুসা আল হাফিজ, শচীন্দ্র ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক লতিফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল হোসাইন ও প্রবন্ধ পাঠ করেন অনুপম সমাজ কল্যান পরিষদের সভাপতি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার পরিচালক মাওঃ যুবায়ের আহমদ, আব্দুল মুছাব্বির তালুকদার, ডাঃ আব্দুল মুকিত, মহিবুর রহমান, উমর আলী, ইউপি সদস্য জিয়া উদ্দিন মৌলানা রুহুল আমীন, সৈয়দ খছরু মিয়া, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, মাওঃ মোস্তফা আল-হাদী, আব্দুল হাসীব প্রমূখ। ওই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ওই অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম অধিবেশন বিকেল ২টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত এতে কোরআন তেলাওয়াত, শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব, প্রবন্ধ পাঠ, বিশেষ আলোচকদের আলোচনা এবং দ্বিতীয় অধিবেশন ছিল বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত এতে প্রধান আলোচকের আলোচনা, সবার জন্য আলোচনা থেকে কুইজ প্রতিযোগীতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অনুভুতি, অতিথিদের অনুভুতিসহ বক্তব্য প্রদান।


     এই বিভাগের আরো খবর