,

বাহুবলের হত্যা মামলার আসামী ২৩ বছর পর মৌলভীবাজারে গ্রেফতার

মোঃ আক্তার হোসেন: বাহুবলে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা আব্দুর রহমান বকুল হত্যা মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী কবির মিয়াকে অবশেষে ২৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত সোমবার রাতে র‌্যাবের এএসপি মোঃ আব্দালের নেতৃত্বে একদল র‌্যাব মৌলভী বাজার শহরের বড়হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত আবু হায়াতের পুত্র। কিন্তু কবির মিয়া র‌্যাবকে তার নাম আবুল বাশার, পিতা আবুল হাসনাত গ্রাম বড় কাপন, জেলা মৌলভী বাজার তথ্য দিয়ে নিজের প্রকৃত পরিচয় গোপন করার চেষ্ঠা চালায়। কিন্তু র‌্যাব তথ্য নিয়ে জানে। সেই আসল হত্যাকারী। সোমবার রাতে তাকে বাহুবল থানায় সোপর্দ করা হয়। মামলা সুত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় লস্করপুর রেল স্টেশন এলাকার মির্জাটুলা গ্রামের আব্দুল হাই মাস্টারের পুত্র ছাত্রদল নেতা আব্দুল হাই বকুলকে কবির মিয়াসহ ৬ জন যুবক কুপিয়ে ত বিত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কবির মিয়াকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শুরু থেকেই কবির মিয়া পলাতক ছিল। স্বাী প্রমাণ শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন গত ২০১৬ সালের ২৭ এপ্রিল কবির মিয়াকে যাবতজ্জীবন কারাদন্ড প্রদান করেন। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর