,

নবীগঞ্জে প্রবীণ সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের দাফন সম্পন্ন

মোঃ আলী আরজদ/ এস এম আমীর হামজা: নবীগঞ্জে হাজারো মুসুল্লীর অংশ গ্রহণে প্রবীণ সাংবাদিক ও প্রাক্তন স্কুল শিক্ষক আব্দুল কাইয়ুম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০.১৫ মিনিটে মরহুমের নিজ বাড়ি উপজেলার হালিতলা বারৈকান্দি গ্রামের জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তার বিশাল জানাযা সম্পন্ন হয়। ৭৭ বছর বয়সী সাংবাদিক আজাদ গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জানাযায় অংশ গ্রহণ করেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের সংগঠক মোঃ আব্দুর রউপ, সমাজ সেবক আব্দুশ শহিদ সাহিদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক চেয়ারম্যান মাওঃ নুরুল ইসলাম, মাওঃ নুরুল হক নবীগঞ্জী, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওঃ শাহ্ আলম, নবীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মছদ্দর আলী, সাবেক সভাপতি এস.আর চৌধুরী সেলিম,  সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, সময় পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, বিএনপি নেতা শেখ নুরুল ইসলাম, শ্রমিক নেতা ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী, জেলা জমিয়ত নেতা আব্দুল কাদির হোসাইনী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি এম.এ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক শামীম চৌধুরী ও ছনি চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আনসার উদ্দিন, ইদ্রিছ আলী, মোঃ মনর উদ্দিন, ইকবাল আহমদ বেলাল, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী, উপজেলা মৎষ্যজীবীদলের সভাপতি মোঃ সাহেব আলী, সাবেক মেম্বার রফিক মিয়া, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, মাসুক মিয়াসহ সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিপুল সংখ্যক মুসুল্লী অংশ গ্রহন করেন। পরে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। ওদিকে, প্রাক্তন স্কুল শিক্ষক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাক সাইফুল জাহান চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত। মরহুম আব্দুল কাইয়ুম আজাদ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামে এক মুসলিম সভ্রান্ত পরিবারে ১৯৪১ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল কাদির পেশায় শিক্ষক ছিলেন। মাতা মরহুমা হেলিমা বিবি ছিলেন গৃহিনী। স্বাধীনতার পুর্বে মরহুম আব্দুল কাইয়ুম আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি ১৯৬৮ইং সনে সিলেটের তৎকালীন সাপ্তাহিক দেশ বার্তায় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৩ সনে সিলেটস্থ সাপ্তাহিক জনশক্তি, ১৯৭৪ সালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রাচ্য বার্তায় কাজ করেন। ১৯৯২ সালে জাতীয় পত্রিকা দেশ বাংলায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা মেইল, সাপ্তাহিক অপরাধ চিত্র, দৈনিক সমাচারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক এশিয়া পত্রিকার সহযোগি সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং নবীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর