,

নবীগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫০টি স্টলে সেবা প্রদান

মতিউর রহমান মুন্না : ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় (১ম পৃষ্ঠার পর) নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হয়। মেলায় শত শত জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫০টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নবীগঞ্জ শহরের গাজীলটেক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা প.প.কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম ভ‚ইয়া, কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কুষ্ণ চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, লন্ডন প্রবাসী ছালিক মিয়া, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর নুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, সেনেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, প্রবাদ ভূষন রায় মিন্টু, উপজেলা সহকারী (ভ‚মি) অফিসের সার্ভেয়ার অলি উল্লাহ ও উপজেলা সহকারী (ভ‚মি) অফিসের প্রধান সহকারী মোঃ আশফাকুজ্জাম চৌধুরী, পানিউমদা ভ‚মি অফিস কর্মকর্তা মোঃ মহসিন ভ‚ইয়া, গোপলাবাজার ভ‚মি অফিস কর্মকর্তা  আশু তোষ বনিক, নবীগঞ্জ ভ‚মি অফিস কর্মকর্তা কৃষ্ণপদ রায়, কাজীর বাজার ভ‚মি অফিস কর্মকর্তা মতিলাল নন্দী, ইনাতগঞ্জ ভ‚মি অফিস কর্মকর্তা শাহেদ আলী, ইউনিয়ন পরিষদের সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী, আব্দুল আহাদ, রাসেন্ড কুমার দাশ, মন্তিক আহমদ চৌধুরী, মোঃ সিদ্দিক আলী, মাওঃ আব্দুল আহাদ, মোঃ নুরুল হুদা চৌধুরী, শাহাজাহান মিয়া, নিলয় দাশ, মাহফুজুর রহমান, ফখরুল আলম, সঞ্জয়কান্তি দাশ, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন, রাব্বি আহমদ মাক্কু, খয়রুল বশর চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাংবাদিক আলমগীর মিয়া, নাবিদ মিয়া  সেলিম আহমেদ, আমির হামজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ চৌধুরী পারভেজ প্রমূখ। শোভা যাত্রায় চরগাঁও গ্রামের দুই শিশু ছাত্র প্রধান মন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন উন্নয়ন মূলক শ্লোগান দেওয়ায় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী ওই দুই শিশুদের ৫ শত টাকা করে ১ হাজার টাকা উপহার দেন।

0000000000000

মেলায় স্টলগুলোর মধ্যে, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ অফিস, উপজেলা কৃষি অফিস, প্রানীসম্পদ অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিস, সমাজ সেবা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, সমবায় অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, খাদ্য নিয়ন্ত্রন অফিস, নির্বাচন অফিস, মহিলা বিষয়ক অফিস, পরিসংখ্যান অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, যুব উন্নয়ন অফিস, আনসার ও ভিডিপি অফিস, ভ‚মি অফিস ও ইউনিয়ন ভ‚মি অফিস সমূহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও পল্লী জীবিকায়ন প্রকল্প (পবীজ), ফায়ার সার্ভিস, ইসলামিক ফাউন্ডেশন, এস.এফ.এন.টি.সি হবিগঞ্জ, উপবন বিভাগ হবিগঞ্জ, সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর, উপজেলা পরিষদ ও উপজেলা ডিজিটাল সেন্টার, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদ, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদ, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ, ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদ, ৫নং আইশকান্দি ইউনিয়ন পরিষদ, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদ, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ, ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ, ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদ, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, নবীগঞ্জ পৌরসভা, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সাংবাদিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভ্যাট ও কাস্টমস, ইনডেভার এনজিও, সকল ব্যাংক, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, বারলোপ ফুটওয়ার ঢাকা, নবীগঞ্জ থানা পুলিশ। স্টলগুলো বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এদিকে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে আগত কন্ঠশিল্পী সংঙ্গীত পরিবেশন করেন।


     এই বিভাগের আরো খবর