,

472,0,1656,0,1701,96,1024,74,81,215,59287,0

ইনাতগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন । থানায় অভিযোগ

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত হাজি তসখ উল্লার পুত্র আমিনুর রহমানের মালিকানাধীন মধ্যসমত কালা মিয়ার তল (ফিসারী) আমিন এগ্রো কমপ্লেক্সে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মর্মে আমিনুর রহমান ৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন- মধ্যসমত গ্রামের মৃত আজফর উল্লার পুত্র সিরাজ উদ্দিন, তার ৫ ছেলে লিটন মিয়া, ছালেহ আহমদ, ছালে নুর, ছালেহ হক, মোঃ আবু। অভিযোগে আমিনুর রহমান উল্লেখ করেন, তিনি ইনাতগঞ্জ পূর্ব বাজার হাজী তশখ উল্লা অটো রাইসমিল লিমিটেড ও আমিন এগ্রো কমপ্লেক্সের স্বত্ত¡াধিকারী। বিগত এক সপ্তাহ পূর্বে তার আত্মীয় আবু মিয়া ও তার পরিবারকে পারিবারিক কলহের জের ধরে উল্লেখিত আসামীরা মারপিট করেন। আবু মিয়া আমিনুর রহমানের আত্মীয় হওয়ার সুবাদে প্রাথমিক চিকিৎসা করাতে আর্থিক সহযোগিতা করেন। আমিনুর রহমানের আত্মীয় আবু মিয়া এ ঘটনায় মামলা দায়ের করলে গত ২ অক্টোবর বিজ্ঞ আদালত ৪ জনের জামিন নামঞ্জুর করেন। উল্লেখিত বিবাদীরা হাজিরা দিয়ে জামিন প্রাপ্ত হন। আসামীরা ওই দিন বিকেলে ফিসারী প্রহরী আক্কাছ, আসাদ হোসেন, জামাল হোসেনকে ফিসারীর পাড়ে গিয়ে হুমকি ও গালিগালাজ করে বলে আমিন আবুকে আর্থিকভাবে সহযোগিতা করার কারণে আমাদের ৪ জনকে জেল হাজতে আটক করা হয়েছে। আমিন কিভাবে আমার বাড়ীর পাশে মাছের চাষ করে আজ রাতেই দেখবে। বিবাদীগণ পূর্ব পরিকল্পনানুযায়ী রাত ১০টার দিকে ফিসারীতে বিষ প্রয়োগ করে চলে যায়। পানি বিষাক্ত হয়ে রাতেই সকল মাছ মারা যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাড়িঁর পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন ঘটনা স্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর