,

হবিগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা প্রশাসক কতৃক আয়োজিত ৩দিন ব্যাপী জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে। গতকাল শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৯৫টি স্টল অংশ নেয়। মেলায় অংশ গ”হণকারিদের মধ্যে সুন্দর উপস্থাপনা ও সাজসজ্জা, এবং উন্নয়নের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হয়। এছাড়াও অংশগ”হণকারি প্রতিটি স্টলকে পুরস্কৃত করা হয়। এরপর স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে সবগুলো স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে হবিগঞ্জ জেলা কৃষি অফিস, ২য় হয়েছে এলজিইডি এবং ৩য় স্থান অর্জন করে যৌথভাবে হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও সেবাখাতে প্রথমস্থান অর্জন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস, ২য় স্থান অর্জন করে পরিবার-পরিকল্পনা এবং ৩য় হন যৌথভাবে পাসপোর্ট অফিস ও যুব উন্নয়ন।স্টলগুলোতে প্রতিটি প্রতিষ্ঠান বর্তমান সরকারের আমলে গৃহীত প্রকল্প বিষয়ে তাদের উন্নয়নের অগ্রযাত্রার সঠিক চিত্র সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করেন। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠান জনগণের জন্য তাদের প্রদত্ত সেবার ধরণ সম্পর্কেও সঠিক ধারণা উপস্থাপন করেন। যা থেকে মেলায় আগত দর্শণার্থীরা মেলার প্রকৃত ল্য সমূহ সঠিকভাবে উপলদ্ধি করতে পারেন। গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের সাথে তিনি হবিগঞ্জেও উন্নয়ন মেলার উদ্বোধন করেন। প্রসঙ্গত, সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর