,

হবিগঞ্জ পৌরসভা নির্মাণ করছে দ্বিতীয় পৌর ঘাটলা

সংবাদদাতা :: হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীতে প্রতিমা বিসর্জন ও এলাকাবাসীর অন্যান্য ব্যবহারের সুবিধার্থে ২য় পৌর ঘাটলা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আলহাজ্ব জি.কে গউছের দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে নিজস্ব তহবিলের সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ ঘাটলা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার সকালে মেয়র জি.কে গউছ মাছুলিয়া ঘাটলা নির্মাণের স্থান পরিদর্শনে যান। এ সময় তার সাথে ছিলেন পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, অর্পনা পাল, ইউজিপি-৩ এর সহকারী প্রকৌশলী নিরূপম দেব, উপসহকারী প্রকৌশলী দিলীপ দত্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন আমি হবিগঞ্জ পৌর এলাকার প্রতিমা বিসর্জন ও এলাকাবাসীর ব্যবহারের জন্য খোয়াই মুখে ইতিপূর্বে পৌরঘাটলা পৌরসভার পক্ষ হতে বাস্তবায়ন করেছি। যার দীর্ঘদিন ধরে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী নাগিরকবৃন্দ এবং সারা বছর এলাকাবাসী অন্যান্য কাজে ব্যবহারের জন্য এ পৌর ঘাটলার সুফল ভোগ করে আসছেন। পরবর্তীতে হবিগঞ্জ শহরের দক্ষিনাঞ্চল ও মাছুলিয়ার পার্শ্ববর্তী প্রতিমা বিসর্জন ও জনসাধারণের ব্যবহারের জন্য খোয়াই নদীতে আরেকটি ঘাটলা নিমার্ণের প্রতিশ্রæতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রæতি পুরণের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই ঘাটলা নির্মাণের উদ্যোগ নিয়েছি।


     এই বিভাগের আরো খবর