,

SONY DSC

হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। বিগত প্রায় ১০ বছরে তার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আরব আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমদ খান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা হোসাইন আদিল জজ মিয়া, আব্দুল মুকিত, মাহবুবুর রহমান হিরো, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, কুতুব উদ্দিন, মুখলিছ মিয়া, আক্তার হোসেন, পারভেজ চৌধুরী, জাহির মিয়া, ফরহাদ আহমেদ আব্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌস আরা বেগম, যুবলীগ নেতা ফজর উদ্দিন তালুকদার, জাকির হোসেন তাজুল ইসলাম, শেখ সেবুল আহমেদ, জামাল সরদার, গাজিউর রহমান এমরান ফখরুল হামিদ প্রমুখ। এছাড়াও হবিগঞ্জ সদর এবং নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বর্ধিত সভায় অংশ নেন। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা লীগ নেতা মাওঃ আমিনুল হক এবং গীতা পাঠ করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর অধিকারী।


     এই বিভাগের আরো খবর