,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৬-১০-২০১৮ইং শনিবার নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পাতায় ইনাতগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন। শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, ভুয়া, কাল্পনিক ও মানহানিকর সংবাদ। উক্ত সংবাদে শাক দিয়ে মাছ ডাকা হয়েছে। প্রকৃত ঘটনা হল, চন্ডিপুর গ্রামের আমিনুর গংদের সাথে ইদানিং আমার মামলা মোকদ্দমা চলে আসছে। গত ২ অক্টোবর ২০১৮ইং তারিখে আমিনুর গংদের দায়ের করা একটি মিথ্যা মামলায় আমি ও আমার পুত্রদ্বয় হবিগঞ্জ জেলা আদালত থেকে জামিন পাই। এতে আমিনুর গংরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তাহারা আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে ওই দিন রাতেই সংবাদে উল্লেখিত ফিসারীর কিছু রেখে প্রায় পুরো মাছই জাল দিয়ে মেরে বিভিন্ন স্থানে বিক্রি করে এবং অবশিষ্ট মাছ তাহারা নিজেরাই বিষ দিয়ে মাছ নিধন করে আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করার জন্য। মূলত আমাদেরকে হয়রানি করতে। যাহা আমাদের এলাকার প্রত্যেক মানুষ অবগত আছেন। তদন্ত করলেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে। যে কারনে পুলিশ তদন্ত করে কোন সত্যতা না পেয়ে তাদের ওই মিথ্যা মামলা আমলে নেয়নি। উক্ত সংবাদ সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাই প্রশাসন ও জনসাধারনকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
অনুরোধক্রমে
সিরাজ উদ্দিন
গ্রাম- মধ্যসমেত
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর