,

পূজা মন্ডপে যদি কেউ জঙ্গী তৎপরতা, ইভটিজিং করে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে

নবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেন, এদেশে কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা আলাদাভাবে দেখার কোন অবকাশ নেই। ধর্ম যার যার উৎসব সবার আনন্দ সবার এ দৃষ্টিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপুজা কোন মন্ডপে যদি কেউ জঙ্গী তৎপরতা ও মাদকসেবী এবং ইভটিজাররা কোন রকম অপ্রীতিকর কিছুর আশ্রয় নেয় তাদেরকে সাথে সাথে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। পুজা চলাকালীন সময়ে তিনি প্রতিটি পুজা মন্ডপে নিরবিচ্ছিনভাবে বিদ্যুত ব্যবস্থা নিশ্চিত এবং  আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য পুজারীদের প্রতি আহবান জানান। তিনি গতকাল সোমবার সকালে নবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা বিষয়ক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও পল্লীজীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, ১নং ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রঙ্গ লাল রায়। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুন নুর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক আশীষ ব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত, করগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, শ্যামল চক্রবর্তী, দিজেন্দ্র রায় মহাদেব, হরিপদ দাশ, জগদীশ দাশ, দিপক পাল, বিভু আচার্য্য, দেবভ্রত দাশ, অখিল সুত্রধর, সাধন চন্দ্র দাশ, নারায়ন দাশ, মহিতোষ দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর