,

গান মনের খোরাক -আনন্দ একাডেমীর আলোচনা সভায় এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে কন্ঠশিল্পী খালেদ আহমেদ বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার রাত ৯টার সময় নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারে আনন্দ সংগীত একাডেমীর উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ সংগীত একাডেমীর সাবেক সভাপতি নাজমূল হক চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক মন্ঠি ঠাকুরের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি লন্ডন প্রবাসী নৌশেদ আহমদ নৌশা, ইউপি আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউপি যুবলীগ নেতা হাজী আব্দুল হামিদ নিকছন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খালেদ আহমদ জজ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর নুর প্রমূখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক এম.মুজিবুর রহমান, বুলবুল আহমদ, ক্বারী আব্দুল কাইয়ুম, মাসুদ খাঁন,  সুলতান মাহমুদ, জাপা নেতা ফকির ফজলু মিয়া, ছাত্রলীগ নেতা সৈয়দ দিপলু, রাজু আহমদ, সুফিয়ান আহমদ, ব্যবসায়ী রুহেল আহমদ, রোমন আহমদ, ছবুর আহমদ, দিপু সূত্রধর, পরিন্দ্র সূত্রধর প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন, গান মনের খোরাক। ভাল মনের সংগীত করার কারণে আজ প্রবাসে যাচ্ছে আনন্দ সংগীত একাডেমীর সভাপতি খালেদ আহমদ। অপসংস্কৃতি বন্ধ করে যদি এরকম মান সম্পূর্ণ গান প্ররিবেশন করা হয় তাহলে আমাদের সংস্কৃতিক অঙ্গনে কখনো অপসংস্কৃতি প্রবেশ করতে পারবেনা। আলোচনা সভা শেষে রাত সাড়ে ১০টায় মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানে সংগীত প্ররিবেশন করেন, ঢাকা থেকে আগত পাপিয়া সরকার, কুষ্টিয়া থেকে আগত জুই সরকার, হবিগঞ্জ থেকে জুমুর রানী, স্থানীয় খালেদ আহমদ জজ, এম.মুজিুবুর রহমান, মন্ঠি ঠাকুর, সংবর্ধিত ব্যক্তি আনন্দ সংগীদ একাডেমীর সভাপতি খালেদ আহমদসহ দেশের বিভিন্ন স্থান থেকে নামীদামী কন্ঠশিল্পীরা উক্ত অনুষ্ঠানে মধ্য রাত পর্যন্ত সংগীত প্ররিবেশন করেন।


     এই বিভাগের আরো খবর