,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -লন্ডনে বাংলাদেশ উন্নয়ন মেলার উদ্ভোধনী অনুষ্টানে হাইকমিশনার

লন্ডন থেকে মতিয়ার চৌধুরী :: লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন  বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ৪র্থ বাংলাদেশ উন্নয়ন মেলা ২০১৮ গতকাল রোববার (০৭ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ‘ইমপ্রেসন অডিটরিয়ামে‘ উদযাপন করেছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব”টেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, অবকাঠামো খাতে গ”হীত কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা এবং পর্যটন ইত্যাদি বিষয়ে আলোচনা, পুস্থক প্রদর্শনী ও বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নয়নমেলায় ব”টেনের বিভিন্ন শহর থেকে  সর্বস্থরের প্রবাসী বাঙ্গালীরা অংশগ্রহন ছিল লক্ষনীয়। অনুষ্টানে কমিনিউটি নেতৃব”ন্দ, মুক্তিযোদ্ধা, বাংলা প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকব”ন্দ, শিক্ষক, বুদ্ধিজীবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্ক”তিক ব্যক্তিত্ব, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, সমাজকর্র্মী, ছাত্র-ছাত্রী, এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন।  স্বাগত বক্তব্যে হাইকমিশনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, রূপকল্প ২০২১ ও ২০৪১ সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের সাফল্যসহ আর্থ-সামাজিক সকল খাতে উল্লেখযোগ্য দ”শ্যমান অগ্রগতির চিত্র তুলে ধরেন। হাইকমিশনার বলেন এ সাফল্য ও উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র বলিষ্ঠ নেতৃত্বের কারণে। সরকারের এ গ”হীত উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যে বসবাসরত সকল শ্রেণী পেশার প্রবাসীদেরও সক্রিয় অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কমিউনিটি নেতৃব”ন্দের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। প্রবাসীদের বিভিন্ন সহযোগিতার কথা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরে বলেন, বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের সুফল সকল সেক্টরে দ”শ্যমান হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির অন্যান্য নেতৃব”ন্দও বক্তব্য রাখেন এবং বাংলাদেশের অগ্রগতিতে তাদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করার বিষয়ে দ”ঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা, অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের পদক্ষেপসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার উপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেসন করা হয়। মেলায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের তথ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর উন্নয়ন দর্শন, মহান মুক্তিযুদ্ধ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা, অবকাঠামো প্রকল্পসমূহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, জোরপূর্বক বাস্থচ্যুত মিয়ানমার নাগরিকদের নিয়ে সমস্যা এবং পর্যটন ইত্যাদি বিষয়ে প্রকাশিত পুস্থকাদি প্রদর্শন ও বিতরণের নিমিত্তে ও মিশনের কন্স্যুলার সার্ভিস নিয়ে হাই কমিশন কর্ত”ক দুটো স্টল স্থাপন করে সেবাসমূহ অতিথিদের নিকট তুলে ধরা হয়। উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশ বিমান ও ব্রাক সাজন এক্সচেঞ্জ হাউজও স্টল স্থাপন করেন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরেন। অনুষ্টানের শেষ পর্বে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সাংস্কৃতিক সন্ধ্যাটি উপস্থাপনা করেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার উর্মি মাঝহার।


     এই বিভাগের আরো খবর