,

হবিগঞ্জ পৌরসভায় শেষ হয়েছে দুদিনব্যাপী ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ

সংবাদদাতা :: হবিগঞ্জ পৌরসভায় শেষ হয়েছে দুদিনব্যাপী ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামে উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় গভার্নেন্স ইমপ্রæভম্যান্ট এবং ক্যাপাসিটি ডেভেলপম্যান্ট জিআইসিডি’র সহযোগিতায় এ প্রশিক্ষনের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। সমাপনী দিনের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ। মেয়র তার বক্তবে বলেন বিগত দিনে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডের স্মীকৃতি হিসেবে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আমি স্বর্ণ পদক গ্রহন করেছি। বর্তমানেও প্রকল্পের প্রত্যাশা পূরণে পৌরসভার কর্মকান্ডকে আরো আধুনিক ও গতিশীল করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। মেয়র বলেন ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ পৌরসভার সাথে সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করলে আবারো হবিগঞ্জ পৌরসভা জাতীয়ভাবে স্মীকৃতি অর্জন করবে ইনশাল্লাহ। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউজিআইআইপি’র আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ। দ্বিতীয় দিনে হবিগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের ওয়ার্ড সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর