,

নবীগঞ্জের সৈয়দপুর বাজারের নাম পরিবর্তনের চেষ্টায় মিশ্র প্রতিক্রিয়া

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজারের নাম পরির্বতনের চেষ্টা নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সৈয়দপুর বাজারের নাম পরিবর্তনের জন্য বিশেষ একটি মহল দৌড়ঝাঁপ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একটি মহল ওই বাজারের নাম পরির্বতনের বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসককের বরাবর লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন তৎকালিন উপজেলা অফিসার বাজারের নাম সৈয়দপুর মর্মেই রিপোর্ট দেন। সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও আউশকান্দির প্রায় মধ্যবর্তীস্থানে সৈয়দপুর বাজার অবস্থিত। সৈয়দপুর নামে সরকারী বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। ওই বাজারের নাম পরিবর্তন করতে দীর্ঘদিন ধরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাজারে অবস্থিত পূবালী ব্যাংকেও সৈয়দপুর লেখা রয়েছে। সৈয়দপুর বাজারের নাম পরিবর্তনের চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া, জলালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দর আলী, উমরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী জুনাব আলী, বদরুল আলম, মোঃ নুরুল মিয়া, সৈয়দ শওকত আলী ও সৈয়দ আনহার আলী। চৈতন্যপুর গ্রামের মোঃ তরাজ আলী, মংলাপুরের মোঃ মনির মিয়াসহ এলাকার লোকজন। গতকাল হবিগঞ্জ প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার স্বাক্ষরিত এক আদেশ পত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে। এসব ঘটনায় সৈয়দপুর বাজারের নাম বহাল রাখার দাবীতে আন্দোলন কর্মসূচির ডাক দিবেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর