,

বানিয়াচংয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজাল

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামে ববিতা রানী (১৮) নামের এক  গৃহবধুর স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাদের দাবি, সে বিষপানে আত্মহত্যা করেছে। ববিতার পরিবারের দাবি তাকে বিষ খাওয়ানো হয়েছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। লাশ দাহ করার প্রস্তুতি নিলে বানিয়াচং থানার এসআই আব্দুস সালাম গতকাল রবিবার সকালে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ববিতা ওই গ্রামের সুলব চরণ দাসের স্ত্রী। সূত্র জানায়, ৬ মাস আগে ববিতার সাথে সুলবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত শনিবার দুপুরে ববিতা স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে থাকলে স্বামীর লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে রাত ১২টায় গোয়ালা বাজার নামক স্থানে পৌছলে ববিতা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে, কাউকে না জানিয়ে স্বামীর বাড়িতে লাশ এনে দাহ করার প্রস্তুতি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই আব্দুস সালাম জানান, অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


     এই বিভাগের আরো খবর