,

ফ্রান্সের প্যারিসে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :: ফ্রান্সের প্যারিসে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর্তসামাজিক ও মানবতার সেবায় অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকার নিয়ে যাত্রা শুরে করে এই সামাজিক সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রেখে সঞ্চালনা শুরু করেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী, এতে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির, সভাপতি শেখ আরিফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাসু রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি, নুরুল ইসলাম, কোষাধক্ষ্য, কামরুল জামান বাবুল, জাহির আহমেদ, আসাব চৌধুরী, সদস্য সলিমুল্লাহ, আমন্ত্রিত অতিথি মাসুম আহম্মেদ ও কামরুল হাসান সেলিম প্রমুখ। সংগঠনের সভাপতি শেখ আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠন কারো ব্যক্তি স্বার্থের জন্য গঠিত হয়নি, নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি (ফ্রান্স) গঠিত হয়েছে শুধু মাত্র বাংলাদেশের অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এ সংগঠনের সকল সদস্য মাসিক চাঁদা দিয়ে এই সংগঠনকে আরো শক্তিশালী বেগবান করে গড়ে তুলবো এবং সঞ্চিত অর্থ দিয়ে দেশের গরীব অসহায় বাস্তুহারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন, মহসিন উদ্দিন খাঁন লিটন, দুলাল আহমেদ, সোহাদ আহমেদ, সুলতান আহমেদ, সৈয়দ সোহান আহমেদ, রিন্জল আহমেদ, জুনেদ মিয়া, মিনহাজ মিয়া, জনি আহমেদ সহ আরো অনেকে। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন লাকর্নভ মসজিদের ইমাম।


     এই বিভাগের আরো খবর