,

লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধূলায় আগ্রহ সৃষ্টি করতে হবে

সংবাদদাতা :: নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি এড. মোঃ আব্দুল মোছাব্বির এর সন্তান, হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. সুলতান মাহমুদ বলেছেন, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি যুব সমাজের মধ্যে মানসম্মত্ব খেলাধূলায় আগ্রহ সৃষ্টি করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলা সহ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে দেশ। ইতোমধ্যেই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল থেকে ভালো খেলোয়ার তৈরি করতে প্রতিটি উপজেলায় মিনি ষ্টেডিয়াম তৈরি করে দিচ্ছেন। লেখা পড়ার পাশাপাশির খেলাধুলার কোন বিকল্প নাই। লেখা পড়া শিখে ভাল চাকুরি করে পরিবার ও দেশের সেবা করা যায়, তেমনি একজন ভাল খেলোয়াড় হিসেবে নিজেকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করা যায়। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও মাঠে সমরগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক মেম্বার মোঃ আব্দাল মিয়ার সভাপতিত্বে ও বিধান ভূষণ দাশের পরিচালনায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক খলিলুর রহমান চৌধুরী দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, কুর্শি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছিত চৌধুরী, জাতীয় যুব সংহতি উপজেলা শাখার সাবেক সভাপতি সামসুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, নবীগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আফজল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশর মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরীয়ত মিয়া, শেভরনের হাবিবুর রহমান। এতে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমরগাঁও যুবসমাজের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নবীগঞ্জের নুরুল হক ফুটবল ক্লাব ও রুকনপুর ফুটবল ক্লাব। খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে নবীগঞ্জের নুরুল হক ফুটবল ক্লাব বিজয়ী হয়।


     এই বিভাগের আরো খবর