,

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান নজরুলকে অবাঞ্চিত ঘোষণা

সংবাদদাতা :: আদালতে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ায় নবীগঞ্জ উপজেলার রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গত  শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালী প্রসন্ন দাস, প্রধান শিক্ষক শাহ মোঃ মোশাহিদ আলী, অভিভাবক সদস্য সফী মিয়া, মোঃ আব্দুল মুকিত, হাসান আলী, আমিরুল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য জিহাদ মিয়া, শিক্ষক সদস্য মোঃ মনিরুজ্জামান, মোঃ আজাদুর রহমান, মহিলা শিক্ষক সদস্য শিখা ঘোষ, মহিলা অভিভাবক সদস্য সুরেহা খাতুন। সভায় বলা হয় উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র আজিজ আহমেদ মেরাজ মিয়া গং এলাকার নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিষ্ঠান রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ দিকে অবস্থিত ১৮ শতক জায়গা দখল করে ঘর নির্মাণ করেন। এলাকার মুরুব্বীগণ উক্ত ভূমি উদ্ধার করতে ব্যর্থ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালে আদালতে ১০/২০০৯ নং স্বত্ব মামলা দায়ের করেন। আজিজ আহমেদ মেরাজ মিয়ার বশীভূত হয়ে গত ২২ অক্টোবর কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিদ্যালয়ের বিপক্ষে মিথ্যা স্বাক্ষ্য প্রদান করেন। যা নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের চক্রান্ত বলে মনে করা হচ্ছে। সভায় এহেন মিথ্যা ও আজিজ আহমেদ মেরাজ মিয়া গং কর্তৃক শেখানো স্বাক্ষ্য প্রদান করায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে তাকে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর