,

মাধবপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোস্তফা শহীদ কতৃক ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক ভাঙ্গন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সংবাদদাতা :: মাধবপুরে সাবেক মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ কতৃক একটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর (ফলক) ভেঙ্গে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সেখানে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে এনামুল হক মোস্তফা শহীদ যখন সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তখন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মাধবপুর মডেল থানার আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। পরে সেই কাজের উদ্বোধন করেছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। উদ্বোধনের ফলক বিদ্যমান থাকলেও গতকাল সেখানে ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উধাও হয়ে যায়। ফলক ভেঙ্গে ফেলার বিষয়টির ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমনটি হয়ে থাকলে সেটি দুঃখজনক। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ ব্যাপারে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ মুসলিম বলেন, সমাজকল্যাণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ মাধবপুর মডেল থানার সামনে একটি ভিত্তি প্রস্তর (ফলক) স্থাপন করেছিলেন। কিন্তু ভিত্তি প্রস্তরটি ভাংগার বিষয়ে আমার কিছু জানা নেই। এ ব্যাপারে সাবেক মন্ত্রীপুত্র নিজামুল হক রানা বলেন, গেইট নির্মাণ করার জন্য ভিত্তি প্রস্তরটি নাকি ভাঙ্গা হয়। কিন্তু ভিত্তি প্রস্তরটি ভাঙ্গার প্রয়োজন ছিল না। ভিত্তি প্রস্তরটি রেখেই গেইট তৈরী করার অনেক জায়গা সেখানে রয়েছে। এছাড়াও প্রয়োজন হলে প্রথমে সেটি সরিয়ে অন্যত্র সেটিং করে তা ভাঙ্গা যেত। তিনি আরও বলেন, এনামুল হক মোস্তফা শহীদ হবিগঞ্জ-৪ আসনের ৬ বারের সাবেক এমপি। একজন মুক্তিযোদ্ধের সংগঠক এবং ভাষা সৈনিক হিসাবে তিনি একুশে পদক পেয়েছেন। তাকে এভাবে অসম্মান করা উচিত নয়। এর ভিতরে নিশ্চয় কোন ষড়যন্ত্র কাজ করছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ভিত্তিপ্রস্তর ভেঙ্গে ফেলার প্রশ্নই আসে না। এছাড়া এনামুল হক মোস্তফা শহীদ একজন মন্ত্রী ও বার বার নির্বাচিত এমপি এবং আওয়ামীলীগের প্রবীন নেতা ছিলেন। মূলত গেইট নির্মানের জন্য ফলকটি সরানো হয়েছে। পরে আবার সেটি স্থাপন করা হবে।


     এই বিভাগের আরো খবর