,

জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন আজমিরীগঞ্জ সাব-রেজিস্ট্রারী অফিসে কর্মচারী ও দলিল লিখকগণ

নিজস্ব প্রতিনিধি :: আজমিরীগঞ্জ সাব-রেজিস্ট্রারী অফিসে কর্মচারী ও দলিল লিখকগণ জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানিসহ হতাহতের ঘটনা ঘটতে পারে। ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আবার কোন কোন স্থানে ভেঙ্গে টুকরা হয়ে পড়ছে। ওই ভবনটির পাশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটেরও আদালত রয়েছে। দলিল লিখক ও আইনজীবি সহকারীরা বারান্দায় বসে কাজ করছে। তাদের নেই কোন বসার স্থান। এসব অফিসের কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন বলে জানান। ১৯৮৭ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আলী হায়দার খান এ পুরাতন ভবনটি সাব-রেজিস্ট্রারী অফিস হিসেবে উদ্বোধন করেন। কিন্তু ৩২ বছরেও ওই ভবনটির আর কোন সংস্কার হয়নি। এমনটি অনেক জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েও কোন উন্নয়ন করেনি। গতকাল সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। দলিল লিখক ও আইনজীবি সহকারীরা এ প্রতিনিধিকে বলেন, তারা অনেক বছর ধরে জীবনের ঝুকি নিয়ে বারান্দায় বসে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা দলিল সম্পাদনকারী লোকজন বসার স্থান না থাকায় বিরম্বনায় পড়ছেন। এমনকি ঝড় বৃষ্টির দিনে দলিল দাতা ও দলির গ্রহীতা এবং দলিল লিখকগণ চরম ভোগান্তির সম্মুখিন হচ্ছেন।


     এই বিভাগের আরো খবর