,

শারীরিকভাবে সুস্থ্য থাকতে শরীর চর্চার বিকল্প নেই

বাহুবলে সামাজিক সংগঠন “আমরা সবুজ” সংঘের আনুষ্ঠানিক যাত্রায় ডিসি মাহমুদুল কবির মুরাদ

মনিরুল ইসলাম শামিম :: একজন মানুষ শারীরিকভাবে সুস্থ্য থাকতে চাইলে শরীর চর্চার বিকল্প নেই। “সুস্থ্য শরীর, সুস্থ্য মন-শরীর চর্চায় কাজে উদ্যম” শ্লোগানকে ধারণ করে “আমরা সবুজ” সংঘের মতো ভিন্নধর্মী সংগঠনের আত্মপ্রকাশ একটি সৃজনশীল সৃষ্টি। পাশাপাশি বৃক্ষ রোপনের মাধ্যমে স্বেচ্ছাসেবী এ সংঘের পথচলা আরো বেশি ভিন্ন কিছু বহন করছে। এটা ব্যতিক্রমধর্মী একটি সংগঠন। এ জনপদের মানুষ একদিন এর সুফল পাবে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ব্যতিক্রমধর্মী ও অরাজনৈতিক সংগঠন আমরা সবুজ সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মোঃ জসীম উদ্দিনের ভিন্নধর্মী এ উদ্যোগের জন্য প্রশংসা পাওয়ার দাবীদার। ইতিমধ্যে ইউএনও মোঃ জসীম উদ্দিন শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক ও দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্য বাহুবল উপজেলাসহ হবিগঞ্জ জেলার গৌরব বয়ে এনেছে। আসুন সবুজ সংঘের মাধ্যমে শরীর চর্চার পাশাপাশি শিক্ষা ও আর্থ মানবতার কাজে অবদান রাখতে চেষ্টা করি। আমরা সবুজ সংঘের কার্যক্রম ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে পারলে সমাজে আরো বেশি করে স্বেচ্ছাসেবীরা বের হয়ে আসবে। এতে সমাজ ও দেশ উপকৃত হবে। উপজেলা নির্বাহী অফিসার ও আমরা সবুজ সংঘের সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ মজিদ তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া। আলোচনা সভার পূর্বে বাহুবল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে আমরা সবুজ সংঘের আনুষ্ঠানিকভাবে পথচলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ সময় সংঘের একশত সদস্য নির্ধারিত লাল-সবুজের পোষাক পড়ে নিজ নিজ সদস্য নাম্বার সংবলিত একটি করে বৃক্ষের চারা রোপন করেন। পরে সংঘের সকল সদস্যরা উপজেলা পরিষদ চত্ত¡র থেকে ৩ জন নির্ধারিত প্রশিকের নেতৃত্বে বাহুবলের প্রধান সড়কে সারিবদ্ধভাবে শরীর চর্চায় নামেন।


     এই বিভাগের আরো খবর